ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

যুক্তরাষ্ট্রে বাস উল্টে দুই শিশুসহ নিহত ৭

  • আপডেট: Sunday, September 1, 2024 - 3:41 am

জাগো জনতা অনলাইন।। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ভিকসবার্গে একটি বাস উল্টে ছয় বছর ও ১৬ বছর বয়সী দুই শিশুসহ সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি। স্থানীয় সময় শনিবার ওয়ারেন কাউন্টির কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মিসিসিপি হাইওয়ে পুলিশ।

স্থানীয় কর্মকর্তা ডগ হাস্কি বলেন, ‘নিহতদের মধ্যে ৬ বছর বয়সী একজন ছেলে শিশু ও ১৬ বছর বয়সী একজন কিশোরী রয়েছে। তারা সম্পর্কে ভাইবোন। তাদের পরিচয় শনাক্ত করেছে তাদের মা।’

নিহত অন্যান্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানান ডগ হাস্কি।

মিসিসিপি হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভলভো নামের একটি বাণিজ্যিক বাস যাত্রী পরিবহনকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় উল্টে যায়। বাসটিতে চালকের সহকারী ছিল না।

পুলিশ আরও জানায়, বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিল। আহত ৩৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশির ভাগ যাত্রীই লাতিন আমেরিকার বাসিন্দা।

ওয়ারেন কাউন্ট্রির সেরিফ মার্টিন পেস এবিসি অ্যাফিলিয়েটকে বলেন, ‘যেকোনো দুর্ঘটনাতেই মানুষ আহত বা নিহত হতে পারে। এমন ঘটনা সব সময়ই বেদনার। যেকোনো মৃত্যই ভীষণ বেদনাদায়ক।’

মার্টিন পেস জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।