ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:৩৬ অপরাহ্ন

মুরাদনগরে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ইমামের রুমের দরজা কেটে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক

  • আপডেট: Thursday, February 8, 2024 - 12:33 pm
মো: আনোয়ার হোসাইন, কুমিল্লা: 
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হাটাশ আদর্শ এফ আই উচ্চ বিদ্যালয়, হীরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,  নবীয়াবাদ ইকরা প্রি- ক্যাডেট স্কুল, নবীয়াবাদ পুরাতন জামে মসজিদের ইমাম রুমে না থাকায় বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে,  এতে এলাকায় জনমনে চরম আতঙ্ক  বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে  প্রতিষ্ঠানগুলোতে বৃহস্পতিবার সকালে স্কুল চলাকালীন সময়ে শিক্ষকরা স্কুলে গিয়ে দেখতে পান স্কুলের দরজার তালার সিক কেটে  অফিস কক্ষে আলমারির তালা ভেঙ্গে  অফিসের প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র ফ্লোরে ছিটিয়ে  পড়ে আছে। মুহূর্তের মধ্যে এলাকায় চুরির ঘটনা  ছড়িয়ে পড়ে।
হাটাশ আদর্শ এফ আই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব মিয়া ও অফিসসহকারী মাহবুবুর রহমান  জানান, এতে তেমন  কোনো ক্ষয়ক্ষতি না হলেও আসবাপত্র ভাঙচুরের ঘটনায়  তাৎক্ষণিক মেরামত করতে হয়েছে।
এলাকাবাসীরা জানান  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও   ইমাম সাহেব রুমে না থাকায় দরজা কেটে রুমে ঢুকে স্টিলের আলমারির তালা ভেঙ্গে আসবা পত্র তছনছ ঘটনায় এলাকায়  সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শিক্ষক -ছাত্রসমাজ, অভিভাবক, স্কুলকমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিসহ এলাকার সর্বসাধারণ আশা করছেন আইনশৃঙ্খলা বাহিনী সদা সর্বদা তৎপর থাকলেই চুরির  ঘটনা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চোরের হাত থেকে রক্ষা করা সম্ভব?
উল্লেখ্য : এজন্য অত্র এলাকায়  আইনশৃঙ্খলা বাহিনীকে  তৎপরতা বাড়ানোর জন্য জোর  দাবি জানান।