ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:২৫ পূর্বাহ্ন

মিরসরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান  পদে লড়বেন রেজাউল করিম মাষ্টার

  • আপডেট: Thursday, February 1, 2024 - 5:39 pm
মিরসরাই সংবাদদাতা।। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ এখনো কাটেনি। এই নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে শুরু হতে পারে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। এ নির্বাচনে মিরসরাই উপজেলায় প্রার্থী তালিকায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে রয়েছেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাস্টার।
রেজাউল করিম মাস্টার বলেন, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ হাব হবে মিরসরাই। কারন মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করবেন। এমপি মহোদয়ের স্বপ্ন বাস্তবায়ন ত্বরান্বিত করতে একজন দক্ষ সৎ মানুষ বেশি প্রয়োজন।
রেজাউল করিম আরো বলেন, আমার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একজন কর্মী হওয়া গর্বের বিষয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসনে যোগ্য প্রার্থী মনোনয়ন দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনে শক্তি যুগিয়ে যোগ্য নেতৃত্ব উপহার দিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল মিরসরাই আসন থেকে বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পিতার ৫৪ বছরের রাজনীতির পদাঙ্ক অনুসরণ করে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে নতুন আশার সঞ্চার ঘটাবেন তিনি। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করে সর্বোচ্চ ভোট উপহার দিয়েছি। আগামীর মডেল মিরসরাই গড়ার লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হবো। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যদি আমাকে যদি যোগ্য বিবেচনা করেন আমি প্রার্থী হবো। আমার বিশ্বাস মিরসরাইবাসী আমাকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। আমি নির্বাচিত হলে মাহবুব উর রহমান রুহেল এমপির উন্নয়নের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সততার সঙ্গে সহযোগী হিসেবে সমন্বয় করবো। এমপি মহোদয় মিরসরাইয়ের অর্থনীতি, পর্যটন, পরিবেশ, কৃষি জমির সঠিক ব্যবহার, কর্মসংস্থান, পরিকল্পিত আবাসনের প্রতি গুরুত্ব দিবেন।
উল্লেখ্য, আলহাজ্ব রেজাউল করিম মাস্টার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রাবেয়া খাতুন নূরানী তালিমুল কুরআন মাদরাসা, প্রতিষ্ঠাতা পরিচালক  শাহ কালা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যা নিকেতন।
এছাড়া তিনি ফারদিন এগ্রো লিমিটেড, ফারদিন অটো গ্যাস ও ফিলিং স্টেশনসহ বহু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।