ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৪:৩২ পূর্বাহ্ন

মিরসরাইয়ে বিষপানে গৃহবধূর আত্নহত্যা 

  • আপডেট: Wednesday, February 7, 2024 - 12:49 pm
মিরসরাই প্রতিনিধি, এ.এইচ.সেলিম।। 
চট্টগ্রামের মিরসরাইয়ে লিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের তাকিয়াপাড়ার হাসমত আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটেছে। লিমা আক্তার ওই বাড়ির দিদারুল আলমের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী দিদারের সাথে লিমার পারিবারিক কলহ চলে আসছিল। তিনি এ কারণে ঘরে রাখা ঘাস মরার বিষ পান করেন বলে ধারণা স্থানীয়দের।
বিষপানের পর ঘরে ছটফট করতে থাকলে বাড়ির লোকজন তাকে দ্রুত মিরসরাই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।
খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য গোপাল চন্দ্র চৌধুরী বলেন, ‘আমার ওয়ার্ডের হাসমত আলী বাড়ির এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার খবর শুনেছি। তবে কী কারণে বিষপান করেছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না। গৃহবধূর পাঁচ বছরের একটি বাচ্চা রয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত সুলতানা বলেন, ‘মঙ্গলবার বিকালে এক নারী রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই নারীর মুখ থেকে গন্ধ বের হওয়ায় ধারণা করছি, সে বিষপান করেছে।’
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দ্বীপ্তেশ রায় বলেন, ‘খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যাই। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে লাশ থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।’