ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৬:১১ পূর্বাহ্ন

মিরসরাইয়ে ছড়া থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট: Thursday, February 15, 2024 - 11:09 am
 এ. এইচ. সেলিম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে পানি চলাচলের ছড়া থেকে অজ্ঞাত (৪৫) বছর বয়সের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের নালির দুয়ার এলাকা থেকে এই লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে প্রথম এক সিএনজি চালক লাশটি বাসতে দেখে। এরপরে জোরারগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল যায়। অজ্ঞাত লাশটির হাত পা পচন ধরে গেছে। লাশের পাশে একটি চাউলের বস্তা ছিলো। লাশ দেখার পর থেকে এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছে।
স্থানীয় ৩নং ওয়ার্ড়ের ইউপি সদস্য মো. ফারুক জানান, লাশটির পরিচয় পাওয়া যাচ্ছেনা। সকাল থেকে পুলিশের সাথে সহযোগিতা করতেছে স্হানিয়রা । এইরকুম ঘটনায় হওয়ায় এলাকায় আতঙ্কে বিরাজ করছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল্লাহ আল হারুন জানান, লাশটি উদ্ধারের কাজ চলছে। এখনো পরিচয় পাওয়া যায়নি বলে ওসি জানান।