ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ১১:৪৯ অপরাহ্ন

মিরসরাইয়ে চাঁদা না দেওয়ায় লাইন ম্যানের লাঠির আঘাতে মাথা থেঁতলে অজ্ঞান বাস হেলপার

  • আপডেট: Saturday, March 9, 2024 - 6:00 pm
মিরসরাই প্রতিনিধিনি: এ. এইচ. সেলিম।। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়কের ৫০ টাকা চাঁদা না দেওয়ায় এক যুবকের মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে লাইন ম্যানের বিরুদ্ধে। আহত ওই যুবকের নাম মো. হৃদয় (২৪)। অভিযুক্ত ব্যক্তির নাম মো. ফিরোজ।
শনিবার (০৯ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার মিরসরাই পৌর বাজারের ওভার ব্রিজের নিছে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফেনী-চট্টগ্রাম মহাসড়কের বাস চালক মো. কাজী বলেন,’আমরা প্রত্যেক দিন এই সড়কে গাড়ি চালাই। মিরসরাই পৌরবাজারের চাঁদা ১০ টাকা। আজকে লাইনম্যানের লোক ৫০ টাকা ছাইতেছে। এ কথা নিয়ে আমার সহকারী (হৃদয়) সাথে কথাকাটি হলে ল্যাইনম্যানের লোক তাকে লাঠি  দিয়ে পিঠিয়ে মাথা থেঁতলে করে দিলো । পরে স্থানীয়দের সহযোগীতায় হাসপাতালে নিয়ে যাই। মাথায় সেলাই পড়েছে। এখনো জ্ঞান পিরে নাই।’
এবিষয়ে মিরসরাই পৌরবাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মেজবাউল আলম এর কাছে জানতে চাইলে তিনি  পৌরসভার মিটিংএ   আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।