ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৩:৪১ পূর্বাহ্ন

মিরসরাইয়ে জয়িতা সম্মাননা পেলেন চার নারী

  • আপডেট: Sunday, March 10, 2024 - 8:23 am
মিরসরাই প্রতিনিধি : এ.এইচ.সেলিম।। 
জীবন সংগ্রামে অপ্রতিরোধ্য নারী। প্রতীকী নাম জয়িতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে সব প্রতিকূলতাকে জয় করে জয়িতারা তৃণমূল থেকে সবার অলক্ষ্যে সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন।
এবার ৪টি ক্যাটাগরিতে সাহসী নারীদের ‘জয়িতা’ সম্মাননা দিয়েছে মিরসরাই উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়। গত শুক্রবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের হাতে সম্মাননা পদক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাহবুব উর রহমান এমপি। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নির্বাচিত জয়িতা শেখ খাদিজা খানম। তিনি মিঠানালা ইউনিয়নের সমু কাজী বাড়ীর কাজী আবুল হোসেনের সহধর্মিণী।
সফল জননী আয়েশা সুলতানা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহধর্মিণী। সমাজ উন্নয়নে জয়িতা রাশেদা আক্তার মুন্নী মিরসরাই সদর ইউনিয়নের সাইফুল ইসলামের সহধর্মিণী।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেন ফারজানা আফরোজ।