ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ১২:৩২ অপরাহ্ন

মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম চট্টগ্রাম’র কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, February 13, 2024 - 6:04 pm
চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের এমএএফ কে আরো বেশী কার্যকর ও সামাজিক দায়বদ্ধতায় আবদ্ব করার প্রত্যয়ে চট্টগ্রামের স্থানীয় যুব সংগঠন গুলোকে এক সাথে নিয়ে প্ল্যাটফর্ম তৈরি করে চট্টগ্রামের স্থানীয় সমস্যা সমাধানে অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় সরকার, প্রশাসন ও সামাজিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম চট্টগ্রাম । ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) চট্টগ্রামস্থ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের প্রেসিডেন্ট ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়  এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী । এই সভার  উদ্দেশ্য  নিয়ে বক্তব্য রাখেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রামের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সদরুল আমিন। কর্মপরিকল্পনা সভার শুরুতে ইতিপূর্বে অনুষ্ঠিত নাগরিক প্রত্যাশা বিষয়ক কর্মশালা হতে উঠে আসা বিভিন্ন সামাজিক সমূহ  সবার সামনে উপস্থাপনা করেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রামের ইলেকটোরাল প্রোগ্রাম এসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি । এর পর বিষয় সমূহ নিয়ে কর্ম পরিকল্পনা সভার উন্মুক্ত  আলোচনা অনুষ্টিত হয় । এতে বিভিন্ন মতামত উপস্থাপনা করেন চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের স্কুল বিষয়ক সম্পাদক ও ফেলো আবু জিহাদ সিদ্দীকী, জাতীয় পার্টির ফেলো সাজ্জাদ হোসাইন, শেখ শারমিন আকতার সাথী, বিএনপির ফেলো মোঃ জিয়াউল হক সোহেল, মোঃ কপিল উদ্দিন , এমএএফ এর কার্যকরী সদস্য মাহমুদুর রহমান মান্না ও তারেক রহমান ,বাংলাদেশ ইয়ুথ ব্রিগেড ’র শাফিন আরশাদ,পূর্বা’র মাহিমা ফেরদৌস, চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র প্রেসিডেন্ট মারজুক ই ইলাহী, ইসডা’র প্রতিষ্ঠাতা শাহাদাৎ হোসাইন,বাংলাদেশ এলায়েন্স অব ইয়ুথ’র ওহারাসুল জান্নাত আনিকা,লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লিও এডভোকেট জয়নুল আবেদীন,পাথ টিওলিপের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট বিলকিছ আরা মিতু,উম্মুল আখইয়ার, ভিবিডি’র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম,হিউম্যান ভয়েস বাংলাদেশ’র কাউছার বিন সরওয়ার ও হাবিবুল ইসলাম, চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটস’র প্রেসিডেন্ট ফারহানা খান জ্যোতি,আইইউসিএম ডাঃ মহিন উদ্দিন লিটন । এতে আরো উপস্থিত ছিলেন  ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর  রহমান, বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন অপারেশন এসিসট্যান্ট আবুল হাসান চৌধুরী রণি। কর্মশালার সমাপনী বক্তব্য রাখেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের প্রেসিডেন্ট  প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়।
মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম-এমএএফ একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী রাজনৈতিক ফোরাম যা বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতাকর্মীদের নিয়ে গঠিত। ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় রাজনৈতিক দলগুলোর পলেটিক্যাল ফেলো ও মাস্টার ট্রেইনারদের সমন্বয়ে এমএএফ চট্টগ্রাম ইউনিট পরিচালিত হচ্ছে।

Proudly Designed by: Softs Cloud