ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

মারিশ্যা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 8:14 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে মতবিনিময় ও নিরাপত্তা সভা করেছে বাঘাইছড়ির মারিশ্যা জোন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জোন সদরে ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি-এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান (পদাতিক), মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতিম কুমার সাহা, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস), নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালমান, উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন) এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জোন কমান্ডার বলেন, এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থেই আমরা কাজ করে যাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সামাজিক বাস্তবতা আমাদের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীলতার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব। তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা, গুজব বা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে আমরা বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ে কাজ করবো। তথ্য আদান-প্রদান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং যৌথ টহল কার্যক্রম জোরদার করার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা হবে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঘাইছড়ি উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এই প্রত্যাশা রাখি।