মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. শাহনেওয়াজ
জাগো জনতা অনলাইন।। মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা খান।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি সাবেক মহাপরিচালক হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। হয়েছে।