ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৪:২৬ অপরাহ্ন

শিরোনাম

মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন কাপ্তাই থানার এসআই ইমাম উদ্দিন

  • আপডেট: Monday, September 18, 2023 - 12:16 pm

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি।।

রাঙামাটি জেলার কাপ্তাই থানায় মাদক বিরোধী অভিযানে ও মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন কাপ্তাই থানার উপ পরিদর্শক( এস আই) ইমাম উদ্দিন।

রবিবার ( ১৭ সেপ্টেম্বর)  রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার মাসিক অপরাধ সভায় এসআই ইমাম উদ্দিনকে পুরষ্কার দেওয়া হয়। এসময় আইজি’র পক্ষে জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন । এসময় পুরষ্কার হিসেবে তাকে নগদ অর্থ প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ ইমরান, রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব সহ রাঙামাটি জেলার সকল থানার  অফিসার ইনচার্জরা( ওসি) উপস্থিত ছিলেন।