ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৬ - ৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়ির মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

  • আপডেট: Thursday, January 22, 2026 - 7:28 pm

মহালছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিটের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মহালছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ফাইজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কমিটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং মহালছড়ি উপজেলা স্বমন্বয়ক বিদ্যুৎ চাকমা। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা উপলক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাব, খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর সাত্তার সাহসহ উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২নং মুবাছড়ি ইউনিয়নের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদি কমিটিতে কান্দি মারমাকে সভাপতি এবং খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করা হয়।