ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ৩:২২ অপরাহ্ন

ময়মনসিংহে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত

  • আপডেট: Saturday, September 14, 2024 - 3:52 am

জাগো জনতা অনলাইন।। ময়মনসিংহে মোটরসাইকেলে করে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় স্ত্রীসহ এক সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরীর আকুয়া সরকার বাড়ি এলাকার নাজমুল পারভেজ (৩২) ও তার স্ত্রী দিলরুবা জেবিন (২৩)। নাজমুল পারভেজ সেনাবাহিনীতে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নাজমুল পারভেজ মোটরসাইকেলে করে তার স্ত্রী দিলরুবা জেবিনকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এ সময় তারা ত্রিশালে চলে যান। সেখান থেকে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারী কান্দা এলাকায় আসতেই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই ‍দু’জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।