ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৪ - ৩:২৩ পূর্বাহ্ন

ভোলায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা 

  • আপডেট: Sunday, December 17, 2023 - 3:24 pm
এএসটি সাকিলঃ- ভোলা জেলা পুলিশের আয়োজনে রবিবার  (১৭ ডিসেম্বর) পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা।
অনুষ্ঠানের শুরুতে  ভোলা জেলার ১৩ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা।
পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এ সময় মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)ভোলা,জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)ভোলা, রিপন চন্দ্র সরকার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)ভোলা,অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।