ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

ভোটারদের ধারে ধারে স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদ

  • আপডেট: Saturday, December 23, 2023 - 3:51 pm

ইউসুফ আলী খান।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ (সাভার আশুলিয়া) আসনে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি তাল্লুকদার তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীক এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ট্রাক প্রতীকে নির্বাচনী প্রচারণায় সাভার আশুলিয়া সরগম।

শনিবার ২৩ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের তাল্লুকদার তৌহিত জং মুরাদ আশুলিয়া থানার স্বনির্ভর দাম সোনা ইউনিয়ন পরিষদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন এবং ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

এরই ধারাবাহিকতায় রাতের বগাবাড়ি বাজার এলাকায় আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর মাতবরের নির্বাচনী অফিসে মত বিনিময় করেন স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ। এসময় তিনি সাধারণ ভোটারদের কাছে ঈগল মার্কায় একটি করে ভোট চান এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

এর আগে বিকালে স্বতন্ত্র প্রার্থী তাল্লুকদার তৌহিদ জং মুরাদ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের প্রত্যাশায় আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর মাদবর ও আশুলিয়া থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মুক্তারের সহযোগিতায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর মাদবরের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় উক্ত মত সভায় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সিরাজুল ইসলাম দেওয়ান, সাবেক যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান ইসলাম, আশুলিয়া থানা কৃষক লীগের ১নং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মোক্তার সহ আসলেয়া থানা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।