ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

ভারতে পাচারকালে ৪৬ কেজি ইলিশ মাছ উদ্ধার করলো বিজিবি

  • আপডেট: Saturday, August 31, 2024 - 4:26 pm

জাগো জনতা অনলাইন।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া মাছের পরিমাণ ৪৬ কেজি ৫০০ গ্রাম বলে বিজিবি থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারিরা সীমান্তপথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচার করছে। এমন সংবাদে সুনামগঞ্জ-২৮ বিজিজির অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়। এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুইটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।

লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইটি ককশিট ভর্তি ইলিশ মাছ শাহিদাদ এলাকায় রেখে পালিয়ে যায়।