ভারতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক।। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে সেই কথা জানিয়েছিল বিসিবি।
এরপর কেটে গেছে ১৭ দিন। উভয় পক্ষই নিজেদের দাবিতে অনড় ছিল। বাংলাদেশের এই বিশ্বকাপ সমস্যার সমাধান করতে আজ বুধবার (২১ জানুয়ারি) বোর্ড সভায় বসেছিল আইসিসি। সেখানেই এলো চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশ ভারতে না গেলে বিকল্প দল নেবে আইসিসি।
আইসিসির এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সহ আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সভায়।
আইসিসির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন- আইসিসি সভাপতি জয় শাহ, প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত, ভাইস চেয়ারম্যান ইমরান খাজা, জেনারেল ম্যানেজার (ইভেন্টস এবং কর্পোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা এবং জেনারেল ম্যানেজার (ইন্টিগ্রিটি ইউনিট) অ্যান্ড্রু এফগ্রেভ।











