ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৯:২৮ পূর্বাহ্ন

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট: Wednesday, February 21, 2024 - 7:58 am
জাগো জনতা অনলাইন।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্বা ও পুষ্পস্তবক অর্পণ করেছে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
আজ বুধবার (২১শে ফ্রেবুয়ারি) সকালে চট্রগ্রামের বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালনে জমায়েত হয়েছে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
এসময় পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও সংগঠক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, যুগ্ন সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে,  বোয়ালখালী শিল্পী সংস্থার সভাপতি মোঃ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান (কাওয়াল) সংগীতশিল্পী কমল বড়ুয়া, মোঃ জানে আলম, অর্পিতা ঘোষ, অদিতি দাশ প্রমুখ।