ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

বিজিবির অভিযানে বিপুল পরিমান অবৈধ গোল কাঠ জব্দ

  • আপডেট: Friday, September 29, 2023 - 12:23 pm

মো.গোলামুর রহমান,লংগদু (রাঙ্গামাটি)।।

অবৈধ ভাবে চোরাচালানের সময় বিপুল পরিমাণ সেগুন ও গামারি গাছের গোল কাঠ জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়নের ৩৭ বিজিবি রাজনগর জোন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ভাসান্যদম ইউনিয়নের শিলকাটাছড়া এলাকায় থেকে এসব গোল কাঠ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন, রাজনগর ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাফিজুর রহমান নেতৃত্ব জোনের একটি চৌকস টহলকৃত দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালান কারবারিরা ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৫০০  ঘনফুট সেগুন ও গামারি গোল কাঠ জব্দ করা হয়। যার বাজার মূল্য ৯ লক্ষ টাকা।

গাছ জব্দ করার সময় বনবিভাগের শুভলং রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম, পাবলাখালী রেঞ্জের জাহিদুল ইসলাম। বৈধ কাগজ পত্র না থাকায় বনবিভাগ পুনরায় চলে যায়। জব্দকৃত কাঠ রাঙ্গীপাড়া বনবিভাগের কাছে হস্তান্তর এবং মামালার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এবিষয়ে জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম বলেন, চেরাচালানের সাথে আমাদের কোন আপোষ নাই। যারা অবৈধ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।