ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম

বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাসের মৃত্যুতে আহমদ শফী আশরাফী’র নিন্দা

  • আপডেট: Friday, September 6, 2024 - 6:19 am

জাগো জনতা অনলাইন।। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামের ১৩ বছর বয়সী কিশোরীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী।

তিনি বলেন, সিমান্তে একেরপর এক হত্যা জঘন্য অপরাধ এবং সুস্পষ্টভাবে মানবাধিকারের লংঘন। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই।

৬ সেপ্টেম্বর (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র মহাসচিব আহমদ শফী আশরাফী উপরোক্ত কথাগুলো বলেন।

আহমদ শফী আশরাফী আরও বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আগেও অনেক মানুষ আহত- নিহত হয়েছে। কিন্তু খুনের দায়ে তাঁদের কখনো কোন বিচার হয়নি। অনেক সহ্য করেছি আর নয়। যদি আর একটা গুলি চলে আমার বাংলাদেশের মানুষের উপর, যদি আর কোন লাশ পড়ে, তাহলে বাংলাদেশের আপামরজনসাধারণকে সাথে নিয়ে উচিৎ জবাব দিতে বাধ্য হবো। বিএসএফ দিয়ে মানুষ হত্যা করে আমার দেশের সাথে বন্ধুত্ব আশা করা যায় না। আশা করি, বন্ধুত্ব এবং সৌন্দর্যপূর্ণ আচরণ করবেন। আপনাদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট একশনে’ যেতে বাধ্য করবেন না।