ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

বিএনপিতে মহালছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যোগদান

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 7:29 pm

মহালছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির মহালছড়িতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার বিকেলে (২১ জানুয়ারি ২০২৬) মহালছড়ি উপজেলার মিনি স্টেডিয়ামে আয়োজিত যোগদান অনুষ্ঠানে নবাগতদের হাতে একটি করে রজনীগন্ধা স্টিকার তুলে দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।
এতে মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতিত্বে এবং মোঃ আব্দুল ছাত্তার মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি, অনিমেষ চাকমা রিংকু, যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি, সহ জেলা ও মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এ সময় ওয়াদুদ ভুঁইয়া বলেন, “বর্তমান দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা গড়ে তুলতে বিএনপিই একমাত্র বিকল্প শক্তি। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”
তিনি আরও বলেন, নতুন করে যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীতে বিএনপি সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
যোগদানকারীরা জানান, বিগত ২০০১ থেকে ২০০৬ সালে পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে, আর কখনও এ ধরনের উন্নয়ন হয়নি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধু লুটপাট করেছে। এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেনি। বর্তমান সরকারের ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার প্রতিবাদে তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। যোগদান অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।