ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১:১৮ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবান কারাগার থেকে মুক্তি পেল বিদেশী নাগরিক

  • আপডেট: Tuesday, December 12, 2023 - 10:12 am

মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান।।

বান্দরবানে কারাবন্দি অম্বর থাপা বুড়া (৪০) নামের একজন নেপালি নাগরিককে সাজাভোগের পর আজ মুক্তি দেয়া হয়েছে। ১২ ডিসেম্বর স্বদেশ প্রত‍্যাবর্তনের নিমিত্তে মুক্তি দেওয়া হয় তাকে।

মঙ্গলবার (১২‌ডি‌সেম্বর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান কারা কর্তৃপক্ষ নেপাল দূতাবাসের কর্মকর্তা ২য় সেক্রেটারী Ms. Yojana Bamjan এবং রাষ্ট্রদূতের সচিব জনাব Ms. Reya Seatry এর কাছে তাকে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেল সুপার মো: জান্নাত-উল ফরহাদ।

বান্দরবান নাইক্ষংছড়ি থানায় দায়ের করা অবৈধ অনুপ্রবেশ মামলায় চার মাসের সাজা ভোগের পর আদালত তাকে মুক্তি দিয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বন্দির সাজার মেয়াদ শেষ হয়েছে গত ১০ আগস্ট২০২৩ তারিখে।সেই থেকে মুক্তিপ্রাপ্ত বন্দি (R.P) হিসেবে স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় কারাগারে ছিলেন।

উল্লেখ্য যে, চলতি বছরের ২৮মার্চ অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইক্ষ্যংছড়ি সদর থেকে ১১ বিজিবি তাকে আটক করে পুলিশকে হস্তান্তর করে।