ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৬ - ২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

বান্দরবান ইসলামি শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা হোসাইন আহমদকে অব্যাহতি

  • আপডেট: Thursday, January 22, 2026 - 7:29 pm

বান্দরবান প্রতিনিধি।
দায়িত্ব পালনে ব্যর্থতা ও রেজুলেশনের আলোকে শর্ত ভঙ্গের দায়ে বান্দরবান ইসলামি শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা হোসাইন আহমদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসাটির সূরা কমিটি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সূরা কমিটির অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তাঁর অব্যাহতির বিষয়টি অনুমোদন করেন।
রেজুলেশনের আলোকে পদাধিকার বলে পটিয়া জামিয়া মাদ্রাসার মুহতামিমকে বান্দরবান ইসলামি শিক্ষা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া সূরা কমিটির ৩ নম্বর সিদ্ধান্ত মোতাবেক মাওলানা ফরিদুল আলমকে শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সূরা কমিটির সুপারিশক্রমে দুটি পৃথক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৭ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি এবং ১৯ সদস্যবিশিষ্ট একটি সহকারী কমিটি গঠন করা হয়েছে।