ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৪:৪৮ পূর্বাহ্ন

বান্দরবানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপডেট: Wednesday, May 15, 2024 - 6:56 am

মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান।

বান্দরবানে ২২০‌পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার ক‌রে‌ছে ২ আর্মড পুলিশ ব‍্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৪‌মে} রা‌তে হা‌ফেজঘোনার ব‌রিশ‌াল পাড়ায় এ ঘটনা ঘ‌টে। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো: জা‌কির হো‌সেন (৪৬)। সে বান্দরবান সদরের হা‌ফেজঘোনা ব‌রিশাল পাড়ার আবদুল কা‌দে‌রের ছে‌লে।

এপি‌বিএন সূত্রে জানা যায়, ২ এপিবিএন পুলিশের অধিনায়ক( অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক এ এস এম সামছুউদ্দিন, এসআই মাইকেল বনিক, এএসআই নূর ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদরের বাস টার্মিনাল ট্যানেলের দক্ষিণ পাশের পাকা রাস্তা থে‌কে মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থে‌কে ২২০ পিচ লালচে-গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমা‌নিক বাজার মূ‌ল্যে ৬৬ হাজার টাকা।

২ এপিবিএন পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, এ বিষ‌য়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়ে‌ছে। বান্দরবান সদর থানার মামলা নং- ৬।