ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ১১:২০ অপরাহ্ন

বান্দরবানে অপহৃত ছাত্র করিম উল্লাহ ৭২ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি 

  • আপডেট: Thursday, February 1, 2024 - 5:51 pm
বান্দরবান প্রতিনিধি।। 
পার্বত্য জেলা বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের চড়ুই পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ করিম উল্লাহ গত ২৯-ই জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দে অপহরণের শিকার হয়।
সোমবার মোটরসাইকেল যোগে বান্দরবান সদর থেকে রোয়াংছড়ি উপজেলার বাঘমারা যাওয়ার পথে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক বাঙ্গালী ছাত্র অপহরণের শিকার হয় বলে ধারণা করা হয়।
অপহরণের ৭২ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি৷ ঠিক কী কারণে অপহরণের শিকার হয়েছে তা স্পষ্ট নয়।
উৎকন্ঠায় থাকা পরিবারের সদস্যরা এই ব্যাপারে থানায় অভিযোগ করেছে বলে জানা যায়।
অপহৃত করিম উল্লাহকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সম্প্রীতির বান্দরবানকে অশান্ত করার চেষ্টা করছে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। বিগতবছর ধরে বান্দরবান অশান্তির দিকে ধাবিত হয়েছে।