ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:০০ অপরাহ্ন

বাড্ডায় বালতির পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু 

  • আপডেট: Saturday, October 26, 2024 - 7:37 am

জাগো জনতা অনলাইন।। রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল মহানগর প্রজেক্ট এলাকার একটি বাসায় বালতির পানিতে ডুবে মো. সালমান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির নানা মো. শরীফ হোসেন জানান, ‘শুক্রবার রাতে শিশুর মা বাড়ির অন্য কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত শিশু সালমান বাথরুমে বালতির পানিতে ডুবে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার নাতি সালমান আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশু সালমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।