বাঘাইছড়িতে বিজিবি’র নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
বাঘাইছড়ি প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকায় জোন সদরে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকীর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমান, এ এম সি, পিএডিসি মোঃ শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমা, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন)-এর সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান, বাঘাইছড়ি ও সাজেক থানা প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বাঘাইছড়ি উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।











