ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

  • আপডেট: Thursday, September 19, 2024 - 1:40 pm

জাগো জনতা অনলাইন।। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে নতুন তিন উপাচার্যকে নিয়োগ দেওয়া হয়।

আগামী চার বছরে জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক।

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। প্রেষণে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শামছুল আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক। তাকেও প্রেষণে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।