ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ৪:২৯ অপরাহ্ন

শিরোনাম

বরিশালে লাভ ফর ফ্রেন্ডসের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত 

  • আপডেট: Saturday, October 21, 2023 - 3:41 pm
জাগো জনতা অনলাইনঃ
বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস ৭ম প্রতিষ্ঠা  বার্ষিকী পালন করেছে এতিম অসহায় ছাত্রদের নিয়ে।
২০ অক্টোবর শুক্রবার নগরীর ২২ নং ওয়ার্ড জিয়া সড়ক দারুল উলুম মাদ্রাসার কক্ষে দুপুর ২ ঘটিকায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্যের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ২০১৭ সালের ২০ অক্টোবর থেকে বরিশালসহ সর্বমোট ১৬ টি জেলায় মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন।
৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন, সকলের সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে এতোটা পথ পাড়ি দেয়া সম্ভব হয়েছে  সকলের প্রতি কৃতজ্ঞতা  ও দোয়া রইলো মানবিক কর্মকাণ্ডে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য।