ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম

বরিশালে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট: Sunday, September 22, 2024 - 6:47 am

জাগো জনতা ডেস্ক।। ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩৫) ও উপজেলার রাজাপুর নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪০)।

স্থানীয়রা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়া গতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়ে। খবর পেয়ে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে লাভলু মাঝিকে মৃত ঘোষণা করা হয়। আর আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেন্টু মৃধা।

এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।