ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:২৯ পূর্বাহ্ন

ফিফা র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

  • আপডেট: Thursday, July 20, 2023 - 1:37 pm

জাগো জনতা অনলাইন : দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ পাঁচ আসরে গ্রুপপর্বের গণ্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। তবে ভারতের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টটির সর্বশেষ আসরে ২০০৯ সালের পর ফের সেমিফাইনালে পা রাখে লাল-সবুজের দল। যদিও দুর্দান্ত লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে গোল হজম করে বাংলাদেশের দৌড় থেমে যায় শেষ চারেই।

দীর্ঘ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লেখানোয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে আর্থিক পুরস্কারও পেয়েছে বাংলাদেশ দল। আঞ্চলিক প্রতিযেগিতাটিতে ভালো করায় ফিফা র‍্যাংকিংয়েও জামাল ভুঁইয়াদের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের এখন ১৮৯তম অবস্থানে রয়েছে।

ভারতে সাফ চ্যাম্পিয়নশশিপের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। লেবাননের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচেই ০-২ গোলে পরাজিত হয় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে পরের ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় লাল-সবুজের দল।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ভুটানকেও ৩-১ গোলে হারিয়ে “বি” গ্রুপের রানারআপ হিসেবে ২০০৯ সালের পর আবারও সাফের সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। তবে শেষ চারে গিয়ে আর এগোতে পারেনি তারা। কুয়েতের চোখে চোখ রেখে লড়াই করেও অতিরিক্ত সময়ে গোল হজম করে ০-১ ব্যবধানে হেরে বিদায় নেয় বাংলাদেশ। বাংলাদেশ বিদায় নিলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পান দলের গোলপ্রহরী আনিসুর রহমান জিকো।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দশে অবশ্য কোনো দলের নড়চড় হয়নি। গত এপ্রিলে শীর্ষে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে প্রথম স্থানেই। কাতার বিশ্বকাপের ফাইনালে আলবিসেলেস্তেদের কাছে হেরে গিয়ে রানার্সআপ হওয়া ফ্রান্স আছে তাদের পরেই।র‍্যাংকিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শীর্ষ দশের বাকি অবস্থানগুলোয় রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।