ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১১:৩৬ অপরাহ্ন

প্রিপেইড ওমরাহ কার্ড সেবা চালু করল ন্যাশনাল ব্যাংক ও মাস্টারকার্ড

  • আপডেট: Tuesday, March 12, 2024 - 4:46 pm
জাগো জনতা ডেস্ক।। 
ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং মাস্টারকার্ড বাংলাদেশে প্রথম মাল্টি-কারেন্সি প্রিপেইড ওমরাহ কার্ড সেবা চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানটি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার আনুষ্ঠানিকভাবে কার্ডটির  উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন এক্সেকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক পারভীন হক সিকদার, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, পরিচালক লে. জেনারেল মো. শফিকুর রহমান, ওএসপি (বার), এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত), ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তৌহিদুল আলম খান এবং মাস্টারকার্ড বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার ও সোহেল আলিম, পরিচালক এবং উভয় প্রতিষ্টানের অন্যান্য কর্মকর্তাগণ সহ পার্টনার প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, এই প্রিপেইড মাস্টারকার্ডটি কার্ডধারীদের ওমরাহ সংক্রান্ত যাবতীয় খরচাদি যেমন ভ্রমণ, খাবার, বাসস্থান ইত্যাদির জন্য নিরাপদে পেমেন্ট করার সুবিধা দিবে। এছাড়াও বিশ্বের যেকোনো প্রান্তে এটিএম থেকে নগদ উত্তোলনের সুবিধা প্রদান করবে। এই প্রিপেইড কার্ডে কোনোরূপ বাৎসরিক ফী বা লোডিং ফী নেই। উপরন্তু, এই কার্ডটি একটি EMV চিপ এবং কন্ট্যাক্টলেস প্রযুক্তি সহ মাস্টারকার্ড কর্তৃক উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত যা যেকোনো প্রতারণামূলক কার্যকলাপের বিরুদ্ধে কার্ডধারীদের উচ্চতর সুরক্ষা প্রদান করবে ৷