ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ২:৫৬ পূর্বাহ্ন

পি‌সি‌সি‌পি`র ৩য় প্রতিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে ঢাকা মহানগর শাখার মিলাদ মাহফিল 

  • আপডেট: Wednesday, November 15, 2023 - 7:18 am

নিজস্ব প্রতি‌বেদক।।

পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষ‌দের ৩য় প্রতিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ ঢাকা মহানগর শাখার উ‌ধ্যেগে তা‌দের অস্থায়ী হো‌স্টেলে ১৪ন‌বেম্বার(মঙ্গলবার) মিলাদ ও দোয়া মাহ‌ফিল সহ খাবার বিতরণ ক‌রেন।

এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষ‌দের কে‌ন্দ্রিয় নব‌-নির্বা‌চিত সাংগঠ‌নিক সম্পাদক রা‌সেল মাহমুদ, প্রধান বক্তা ‌হি‌সে‌বে ছি‌লেন,মে‌হেদী হাসান রা‌কিব,সহ-সভাপ‌তি বাংলা‌দেশ ছাত্রলীগ ঢাকা জেলা শাখা,বি‌শেষ অ‌তি‌থি আল আ‌মিন,সহ সভাপ‌তি পি‌সি‌সিপি ঢাকা মহানগর।

এসময় প্রধান অ‌তি‌থি ব‌লেন,আমরা সর্বদা পার্বত‌্য চট্টগ্রা‌মের নী‌পি‌রিত নির্জা‌তিত ও মেধাবী গ‌রিব ছাত্রদের পা‌শে থে‌কে স‌ঠিক ও যথাযথ অ‌ধিকার আদা‌য়ে কাজ ক‌রে যা‌চ্ছি/যা‌বো। আমরা মান‌বিক আমরা সর্বদা অন‌্যায়‌ের প্রতি সোচ্ছার আমা‌দের কেউ চাই‌লে আটকাইয়া রাখ‌তে পার‌বে না। আমরা সব সময় আমা‌দের মান‌বিক কাজ গু‌লো চা‌লি‌য়ে যা‌বো ইনসআল্লাহ

প্রধান বক্তা রা‌কিব ব‌লেন,পার্বত‌্য চট্টাগ্রা‌মের সকল ক্ষে‌ত্রে আমার সহ‌যো‌গিতা থাক‌বে সা‌থে যে‌ কো‌নো প্রয়োজ‌নে আমরা সহ‌যো‌গিতা কর‌তে প্রস্তুত ।

উক্ত অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ত্ব ক‌রেন দিদারুল আলম,সভাপ‌তি পি‌সি‌সি‌পি সাত ক‌লেজ সহ সভাপ‌তি পি‌সি‌‌সিপি ঢাকা মহানগর।
সঞ্চালনা ক‌রেন,সা‌কিল আহ‌ম্মেদ যুগ্ম সাধারণ সম্পাদক,পি‌সি‌সি‌পি ঢাকা মহানগর শাখা

অতপর তারা দোয়া মাহ‌ফিল শে‌ষে খাবার বিতরণ ক‌রেন।