ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৭:০০ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে বিএনপির হরতাল সমর্থনে ঝটিকা মিছিল, যানবাহন ভাংচুরের অভিযোগ

  • আপডেট: Tuesday, December 19, 2023 - 11:56 am

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

দীর্ঘ দিন আড়ালে থাকার পর হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে বিএনপি। এসময় গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ হতে দুবলাগাড়ী এলাকায় বাস-ট্রাকসহ ৪টি যানবাহন ভাংচুরের অভিযোগ রয়েছে। এতে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে পুলিশ-র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহণ করলে পিছু হটে হরতাল সমর্থনকারীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ-দুবলাগাড়ী এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ছবি সংযুক্ত