পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি নির্বাচনের পর
আদালত প্রতিবেদক।। হাইকোর্টের পঞ্চদশ সংশোধনী সম্পর্কিত রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেন।
২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ধারায় পরিবর্তন আনা হয়েছিল। ওই সংশোধনীকে কেন্দ্র করে হাইকোর্টে গত বছর দুটি রিট দাখিল করা হয়। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ ৪ ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি রিট করেন।
গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়। একই সঙ্গে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ ও ৪৪(২) অনুচ্ছেদও বাতিল ঘোষণা করা হয়। তবে গণভোটের বিধান সংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। রায়ে আরও বলা হয়, পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণভাবে বাতিল নয়; এর কিছু বিধান পরবর্তী সংসদের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রেখে দেওয়া হয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়। সুজন সম্পাদকসহ চার ব্যক্তি একটি, নওগাঁর মো. মোফাজ্জল হোসেন একটি এবং জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল একটি আপিল করেন। আপিল শুনানি ৩ ডিসেম্বর শুরু হয়ে ধারাবাহিকভাবে ৪, ৭, ৮ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। শুনানিতে চার ব্যক্তির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া অংশ নেন।
প্রধান বিচারপতি সভায় মন্তব্য করেন, ‘১৫ বছরের জঞ্জাল সরিয়েছি ১৬ মাসে।’ এই মন্তব্য সংশোধনী ও আপিল সংক্রান্ত দীর্ঘ সময়ের রাজনৈতিক ও আইনি জটিলতার প্রতি ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।











