ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৪ - ৪:৫৫ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, April 21, 2024 - 7:20 pm
জাগো জনতা ডেস্ক।। 
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগ বনাম রংপুর বিভাগের মধ্যেকার আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো গত ১৯ এপ্রিল ২০২৪। জয়পুরহাট চিনিকল মাঠে অনুষ্ঠিত এই খেলাটি উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আলম খান।
ন্যাশনাল ব্যাংক রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই খেলায় এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ সহ রাজশাহী আঞ্চলিক প্রধান মোঃ রাজুনুর রশিদ ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ক্রিকেট আয়োজনটি উপভোগ করেন আমন্ত্রিত অতিথিগণ ও এলাকাবাসী।