ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:২২ পূর্বাহ্ন

ন্যাশনাল ব্যাংকের ৫২তম উপশাখার উদ্বোধন

  • আপডেট: Tuesday, December 19, 2023 - 11:42 am

জাগো জনতা ডেস্ক।। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৫২তম উপ-শাখা হিসেবে যাত্রা শুরু করেছে ‘মুলাদী’ উপ-শাখা। এটি বরিশাল শাখার অধীনে চলবে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  এই উপশাখার উদ্ববোধন করা হয়।

 

এসময় এনবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপ-শাখার উদ্বোধন করেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান তরিকুল হাসান মিঠু, মুলাদী ইউএনও নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে, মার্কেটিং বিভাগের প্রধান ও ইভিপি একেএম সালাহ উদ্দিন খান, খুলনা আঞ্চলিক প্রধান ও এসভিপি মোঃ জালাল উদ্দিন প্রামানিক, বরিশাল শাখার ব্যবস্থাপক ও ভিপি মোঃ শহিদুল ইসলাম, মুলাদী উপ-শাখার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন যে স্থানীয় বাসিন্দারা এখন তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবেন।