ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ৪:২৪ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, February 6, 2024 - 6:08 pm

জাগো জনতা অনলাইন।।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর চট্টগ্রাম অঞ্চলের বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন গত ৬ ফেব্রুয়ারী ২০২৪ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল আলম খান এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক এম কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইভিপি ও সিএফও কৃষ্ণ কমল ঘোষ এবং এসভিপি ও আঞ্চলিক ব্যবস্থাপক চট্টগ্রাম প্রবীর কুমার ভৌমিক।

ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল শাখা প্রধানগণদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে, অনাদায়ী শ্রেণীকৃত ঋণ আদায়ে ও লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।