ঢাকা | নভেম্বর ৫, ২০২৪ - ৫:৩৫ পূর্বাহ্ন

ন্যাশনাল ব্যাংকের কর্পোরেট ও ঢাকা দক্ষিণ অঞ্চলের শাখার বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, February 11, 2024 - 11:30 am

জাগো জনতা অনলাইন।।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর কর্পোরেট ও ঢাকা দক্ষিণ অঞ্চলের শাখার বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন গত ১১ ফেব্রুয়ারী ২০২৪ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল আলম খান এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সৈয়দ রইস উদ্দিন এবং শেখ আকতার উদ্দীন আহমেদ। এছাড়াও প্রধান কার্যালয় থেকে বিভিন্ন বিভাগের প্রধানগণ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে চলতি বছরের কর্মপরিকল্পনা ও বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা সহ বিশদ আলোচনা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে, অনাদায়ী শ্রেণীকৃত ঋণ আদায়ে ও লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।