ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:৩৭ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে “মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক কর্মশালা

  • আপডেট: Wednesday, May 29, 2024 - 10:21 am
জাগো জনতা অনলাইন।। 
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উদ্যোগে “মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক একটি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত ২৩ মে, ২০২৪। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তৌহিদুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা শেখ আকতার উদ্দিন আহমেদ। কর্মশালা পরিচালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আফরোজা খাতুন। ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল শাহ সৈয়দ রাফিউল বারী সহ এএমএল ও সিএফটি ডিভিশনের অন্যান্য কর্মকর্তাগণ ভার্চুয়ালি কর্মশালায় সংযুক্ত ছিলেন।