ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৬ - ১০:৩২ পূর্বাহ্ন

নির্বাচিত হতে পারলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে তৈরি করা হবে – দীপেন দেওয়ান

  • আপডেট: Thursday, January 22, 2026 - 7:27 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসন হতে বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হতে পারলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে তৈরি করা হবে। চন্দ্রঘোনা–রাইখালী ব্রিজ নির্মাণ, কেপিএম ও কেআরসি সম্পূর্ণরূপে চালুকরণ, কর্ণফুলী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরকরণ, কাপ্তাইকে মৌজা ঘোষণা সহ মডেল উপজেলা হিসেবে যা যা করতে হবে সবকিছু করা হবে। মনে রাখবেন, আমি কাপ্তাইয়ের লোক।
তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী স্টেডিয়ামে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথি উদয় কুসুম বড়ুয়া, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভূট্টো), নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সদস্য মৈত্রী চাকমা, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, তাঁতি দলের সভাপতি মোঃ শফি, যুবদল সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলী আকবর সুমন প্রমুখ।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ২টা হতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগানে স্লোগানে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্টেডিয়ামে এসে জড়ো হতে শুরু করেন। অনুষ্ঠানে তনচংগ্যা কল্যাণ সংস্থার কাপ্তাই উপজেলার আঞ্চলিক সভাপতি অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে তনচংগ্যা সম্প্রদায়ের ৫০ জন নারী-পুরুষ অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।