ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম

নিখোঁজের ৪ দিন পর দুই মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট: Tuesday, August 27, 2024 - 7:19 am

জাগো জনতা অনলাইন।। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর রাস্তার পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাইমা আক্তার (১৩) সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসিমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও মাইমুনা আক্তার (১৫) সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার মেয়ে। তারা দু’জন স্হানীয় আবুল খায়ের মিয়া মহিলা মাদরাসার ছাত্রী ছিলেন ও মাদরাসাতেই থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, দুই মাদরাসাছাত্রী শনিবার রাত থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে পরিবারের সদস্যসহ মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সাদেকপুর রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।