ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৩:৫৪ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট: Sunday, September 17, 2023 - 6:10 pm

মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।।
নাইক্ষ্যংছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার।

রবিবার  (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় দিবসটিকে পালন করতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদের সামনে এসে শেষ হয়।

বেলা ১১ টায় অফিসার্স ক্লাব সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের রোমেন শর্মার  সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপারভাইজার মো: সোহেল মিয়া এর  সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, উপজেলা প্রকৌশলী নজুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য সানজিদা আক্তার রুনা প্রমুখ।