ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম

নলছিটিতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট: Thursday, July 13, 2023 - 10:29 am

এম কে কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ নলছিটিতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও দৈনিক যুগান্তর প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। স্বজন সমাবেশ,পাঠক ও  শুভানুধ্যায়ীদের আয়োজনে এবং যুগান্তর প্রতিনিধি’র তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষে কোরআন খতম, স্মরণসভা,দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

নলছিটির প্রেসক্লাবে দুপুর ১২টায় স্বজন সমাবেশের আহবায়ক ও নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র  বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান, সরকারি  মার্চেন্টস মাধ্যমিক ও প্রধান শিক্ষক খায়রুল বাশার রানা, আ’লীগের সহ সভাপতি খোন্দকার মজিবুর রহমান, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: জলিলুর রহমান আকন্দসহ  বক্তব্য রাখেন পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোহম্মদ ফারুক হোসেন,  বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার,প্রেসক্লাবের সহ সভাপতি ইউসুফ আলী তালুকদার, নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জান, শিক্ষক আমির হোসেন, ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ,কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু,গোলাম মোস্তফা মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শাহ আলম সর্দার, এনজিও প্রতিনিধি খলিলুর রহমান মৃধাসহ,স্বজন সমাবেশের সদস্য, পাঠক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস।

প্রধান অতিথি বলেন, এই বীর মুক্তিযোদ্ধা কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। তিনি লাখ লাখ মানুষের কর্ম সংস্থান করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান বলেন দেশের কল্যানে তিনি ছিলেন নিবেদিত প্রাণ একজন সফল মানুষ। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন একজন সন্মুখ সারির মুক্যোতিদ্ধা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর প্রতিনিধি ও নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো: এনায়েত করিম।
দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহম্মদ বাহাউদ্দিন।