ঢাকা | নভেম্বর ৫, ২০২৪ - ৫:৪০ পূর্বাহ্ন

নলছিটিতে ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট: Monday, August 21, 2023 - 9:00 am

এম কে কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ঝালোকাঠি জেলার নলছিটি উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। আটক ওই যুবকের নাম রাজিব মাঝি (৩০)। সে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী এলাকার মোঃ জাহাঙ্গীর মাঝির ছেলে।

আজ সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

নলছিটি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই)শহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক রাজিবের দেহ তল্লাশি করে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। তিনি আরও জানান, মাদক নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে।