নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিজেসির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক।। নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)।
আজ বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) -এর সাবেক সভাপতি, ডিজেসির উপদেষ্টা পরিষদের সদস্য খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য আবু হানিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, আরজেএফ- এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ডিজসির সহ সভাপতি হালিম মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন ডিজেসির সদস্য সাগর, সাব্বির জুবায়ের।
বক্তারা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। একইসঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যে ঘটনার মুল নায়কসহ সকল আসামীকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত সোমবার (২৬ জানুয়ারী) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ক্র্যাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। সেখানে সাংবাদিকদের বহনকারী যানবাহন থেকে চাঁদা দাবী করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। সাংবাদিকরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে ডিজেসির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, স্থায়ী সদস্য, এস এম ফয়েজ ও মহসিন কবীরসহ ১০ জন সাংবাদিক আহত হন।











