ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

নতুন রূপে ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট

  • আপডেট: Wednesday, April 3, 2024 - 8:21 pm

জাগো জনতা অনলাইন।। 

নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ওয়েবসাইট। সর্বস্তরের গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন ওয়েবসাইটটিকে আরো ব্যবহারকারী বান্ধব ও গতিশীল ইন্টারফেসে উন্নীত করা হয়েছে। এতে করে ব্যবহারকারী তথা গ্রাহকেরা সহজেই ব্যাংকের বিভিন্ন তথ্য ও অফার খুঁজে বের করতে পাবেন। উপরন্তু ওয়েবসাইটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহকে আরো শক্তিশালী ও সময়োপযোগী করা হয়েছে। এছাড়া নতুন এই ওয়েবসাইটটি ডেস্কটপ, ট্যাব ও মোবাইল ডিভাইস সহ যেকোনো আকৃতির ডিভাইসে সামঞ্জস্যপূর্ণ।

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল আলম খানের উপস্থিতিতে ২ এপ্রিল ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে আধুনিকায়নকৃত ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান, মার্কেটিং বিভাগের প্রধান ও জনসংযোগ বিভাগের প্রধান। এছাড়াও ওয়েবসাইট ডেভেলপমেন্ট পার্টনার ডেটাক্রাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রশান্ত কুমার রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের ঠিকানা www.nblbd.com