ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম

দীর্ঘ দিন পর সাতাকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল ভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন

  • আপডেট: Monday, February 19, 2024 - 4:10 pm
শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম : প্রধানমন্ত্রীর মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন কার্যক্রমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও এক ধাপ এগিয়ে গেল। দীর্ঘদিন পর পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির পাশাপাশি একটি জরুরী সিজারিয়ান অপারেশন সম্পন্ন  হয়েছে।
১৮ ফেব্রুয়ারি উপজেলা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অপারেশন সম্পন্ন  হয়।
জরুরী সিজারিয়ান অপারেশনে জুনিয়র কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস) ডা. দিলারা পারভীন, মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া তাবাসসুম, ডাঃ মো.সাজ্জাদুল আলম, অ্যানেসথেসিস্ট  ডাঃ মাহবুবুল আলমসহ সিনিয়র স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন।
এতে সার্বিক সহযোগিতায় ছিলেন ডাঃ এটিএম মনজুর মোর্শেদ ও আবাসিক মেডিকেল অফিসার এবং অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম আবদুল্লাহ আল মামুন বলেন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। এতদিন চিকিৎসক ও জনবল সংকট থাকায় সিজার অপারেশনের ব্যবস্থা পুনরায় চালু করা যায়নি। বিশেষ করে অ্যানেসথেসিস্ট সংকট ছিল। সম্প্রতি অ্যানেসথেসিস্ট হাসপাতালে যোগদান করায় প্রসূতির সিজার করা সম্ভব হয়েছে। বর্তমানে মা ও শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে।
এসময় তিনি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন এবং সিভিল সার্জন ডাঃ মো: ইলিয়াছ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।