ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৬ - ২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

দীঘিনালায় বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন

  • আপডেট: Friday, January 23, 2026 - 9:38 pm

মো: আল আমিন, দীঘিনালা।

খাগড়াছড়ির দীঘিনালায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন গ্রামের পূজামণ্ডপে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে এ পূজার আয়োজন করা হয়।

সকাল ৯টা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন পোশাকে নিজ নিজ পূজামণ্ডপে অংশগ্রহণ করেন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবীর আরাধনা, পুষ্পাঞ্জলি অর্পণ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পূজায় বিশ্বমানবতার কল্যাণ, শিক্ষার্থীদের জ্ঞান-বুদ্ধির বিকাশ, নৈতিক শিক্ষার প্রসার এবং বিশ্বশান্তি কামনা করা হয়।

শিক্ষার্থী সোনালী গোমস্তা বলেন,

“মা সরস্বতীর পূজা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে মায়ের আশীর্বাদ নিতে পেরে আমরা মানসিকভাবে অনেক শক্তি পাই।”

আরেক শিক্ষার্থী পোষালী দেব নাথ বলেন,

“এই দিনে আমরা শুধু পূজাই করি না, শিক্ষার গুরুত্ব সম্পর্কেও নতুন করে উপলব্ধি করি। মায়ের কাছে ভালো মানুষ হওয়ার প্রার্থনা করেছি।”

দীঘিনালা উপজেলার জগন্নাথপাড়া মন্দির পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন চন্দ্র নাথ বলেন,

“প্রতিবছরের মতো এবারও আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করতে পেরেছি। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট।”

পূজার পুরোহিত আপন চক্রবর্তী বলেন,

“মা সরস্বতী জ্ঞান, প্রজ্ঞা ও সৃষ্টিশীলতার প্রতীক। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মায়ের আশীর্বাদে সবাই যেন সত্য, ন্যায় ও সুপথের জ্ঞান লাভ করতে পারে—এটাই আমাদের প্রার্থনা।”

পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামের পূজামণ্ডপগুলোতে ছিল বর্ণিল সাজসজ্জা ও আলোকসজ্জা। অনেক স্থানে শিশু-কিশোরদের অংশগ্রহণে ধর্মীয় আবৃত্তি, ভক্তিমূলক সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।