ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৫:০০ পূর্বাহ্ন

তারেক রহমান ও সাংবাদিক মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল

  • আপডেট: Wednesday, October 2, 2024 - 8:01 am

নিজস্ব প্রতিবেদক।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাংবাদিক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমমনা গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত সংগঠন বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে সমমনা গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীসহ প্রায় ৩০ জন নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের প্রেতাত্মা ও ষড়যন্ত্রকারীদের প্রত্যাহারের দাবি জানান।